আমাদের দেশে জন্ম নিবন্ধন এর করুন অবস্থা নিজের দেশে নিজেরই নিবন্ধন নাই জন্ম সনদ সঠিক কিনা যাচাই করা,সংশোধন করা ইত্যাদি।

 আসুন জেনে নিই কিভাবে।

জন্ম নিবন্ধন আমাদের সকলের কাছেই একটি পরিচিত শব্দ।প্রত্যেকেই আমরা কোনো না কোনো ভাবে জন্ম নিবন্ধন নিয়ে কোনো না কোনো ভাবে ছোটো বড় ঝামেলায় জড়িয়ে থাকি।যেমন জন্ম সনদ সঠিক কিনা যাচাই করা,সংশোধন করা ইত্যাদি।অজ্ঞাতর কারনে অনেক জটিলতায় পড়তে হয় আমাদের।

বঙ্গবন্ধুর আদর্শে গড়া আমার এই দেশ এই দেশকে আমরা আমাদের দেশ মনে করি কিন্তু আমাদের এই সোনার বাংলা তে আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারসি না কারণ আমরা কিছু অসাধু দালাল ও গুষখোর লোকের কাছে জিম্মি হয়ে আছি।
আমাদের একটা জন্ম নিবন্ধন রেজিস্টার করতে কতযে হয়রানির শিকার হতে হয়েছে আমরাই জানি, আর সংসদন তো কি যে কষ্টসাধ্য সেটা যে চেষ্টা করেছে শুধু সেই জানে।
জন্ম সনদ সঠিক কিনা যাচাই করা,সংশোধন করা ইত্যাদি।


জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনার উক্ত সনদের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ জানতে হবে।যদি আপনার বা অন্য কারও জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাহলে ভিজিট করুন।

http://bdris.gov.bd/br/searchsearch

1.জন্ম নিবন্ধন নম্বরের ঘরে জন্ম সনদ নম্বর প্রবেশ করান

2.ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিন।

3.অনুসন্ধানে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন তথ্য যাচাই

*ভিজিট করুন  http://everify.bdris.gov.bd/
1. ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর টাইপ করুন।
2. নিচের ঘরে জন্ম তারিখ দিতে হবে। এখানে প্রথমে হবে জন্ম সাল, এরপর জন্মের মাস, সবশেষে জন্মের দিন। যেমন কারও জন্ম তারিখ যদি হয় ১০ মার্চ ১৯৯৯। তাইলে লিখতে হবে ১৯৯৯–০৩-১০।
3. সার্চ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মাঝেই জন্ম নিবন্ধনের তথ্য দেখতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন

ভিজিট

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

ভিজিট

১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর টাইপ করে দিতে হবে। তারপর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এরপর অনুসন্ধানে ক্লিক করলে জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি আসবে।

জন্ম তথ্য সংশোধনের শর্ত ও নিয়মাবলি

জন্ম তথ্য সংশোধন করা কাজগত ভাবে কিছুটা কষ্টসাধ্য। যদি জন্ম মাস বা দিন সংশোধন করতে হয় তাহলে চেয়ারম্যানের কার্যালয় থেকেই করতে পারবেন। কিন্তু জন্ম সাল সংশোধন করতে জন্ম নিবন্ধন অধিদপ্তরে আবেদন করতে হবে। সেজন্য প্রমাণ হিসাবে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র কপি দাখিল করতে হবে।বাবা মায়ের নাম সংশোধন করতে হলে বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ প্রমাণ হিসেবে দাখিল করতে হবে।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

আপনার কাঙখিত জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চাইলে ভিজিট করুন 

https://bdris.gov.bd/br/search

জন্ম নিবন্ধন ফি

সময়ের সাথে সাথে জন্ম নিবন্ধন ফি বিভিন্ন রকম হয়ে থাকে। 

  • শিশুর জন্মের ৪৫ দিনের মাঝে নিবন্ধন করলে কোন ফি লাগে না।
  • ৪৫ দিন থেকে ৫ বছরের মাঝে নিবন্ধন করলে ২৫ টাকা ফি লাগবে৷
  • ৫ বছরের পর নিবন্ধন করলে ফি লাগবে ৫০ টাকা।

*রসিদ ছাড়া নির্ধারিত কোন ফিস আদায় করা যাবে না।

আজকের মত এপর্যন্ত।আজকে আমাদের আলোচ্য বিষয় ছিলো জন্ম নিবন্ধন।জন্ম নিবন্ধন নিয়ে যে কোনো প্রকার সমস্যার জন্য নিজে সংশোধন করতে পারেন নতুবা আপনার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে যোগাযোগ করতে পারেন,তাদের মাধ্যমে ঝামেলা ছাড়াই সকল কাজ করতে পারবেন।

আমাদের আর্টিকেল টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।ধন্যবাদ।

Post a Comment

0 Comments